গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৩ বারের পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকারের এক মাত্র পুত্র শহীদ আশেকুর রহমান সাম্য’র ৫ম শাহাদত বার্ষিকী স্বরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ পৌরসভা কর্মকর্তা/কর্মচারী এ্যাসোসিয়েশনের আয়োজনে পৌর মিলনায়তনে এ স্বরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাম্য’র পিতা পৌর মেয়র আতাউর রহমান সরকার, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম ডাকুয়া, প্রশাসনিক কর্মকর্তা নুরুল ইসলাম, কাউন্সিলার জোবাইদুর রহমান বিশা, শাহিন আকন্দ, মারুফা বেগম, পৌর হিসাব রক্ষক সাইদুর রহমান, সার্ভেয়ার আনোয়ার হোসেন, গোবিন্দগঞ্জ পৌরসভা কর্মকর্তা/কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক শামিউল ইসলাম। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা খলিলুর রহমান।
Leave a Reply