আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

গাইবান্ধায় ফোরালেন প্রকল্প বাস্তবায়নে দ্রুতগতিতে চলছে উচ্ছেদ অভিযান

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা শহরে যানজট নিরসনে ফোরলেন প্রকল্পের বাস্তবায়নের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে । আজ দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে জেলা শহরের ডিবি রোডে কাচারী বাজার, পৌর পার্কের সামনের সড়কের দু’পাশের দোকানপাটসহ সকল অবকাঠামো অপসারণের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে রাস্তার দু’পাশের পুরাতন বড় বড় গাছপালা কেটে অপসারণ করা হয়েছে। সেইসঙ্গে বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি পর্যায়ক্রমে অপসারণ করা হবে বলে জানা গেছে। তবে এই উচ্ছেদ কার্যক্রম চলার সময় দোকানমালিকরা বিক্ষোভ করে জানান দোকান ভেঙ্গে দেওয়ায় তাদের আয়ের পথটা এখন বন্ধ হয়ে গেছে আবার অনেকেই কর্মহীন হয়ে পড়ায় তারা দুশ্চিন্তায় পড়েছে । উল্লেখ্য, প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক থেকে ডিবি রোড, পুরাতন জেলখানার মোড় হয়ে পুরাতন বাজারের পূর্বদিকের গেট পর্যন্ত ফোর লেন প্রকল্পটির বাস্তবায়নের কাজ সম্পন্ন হবে। এদিকে বাস টার্মিনালের পশ্চিম পাশ থেকে ডিভাইডারসহ ডিসি অফিস হয়ে পুলিশ সুপারের অফিস পর্যন্ত- ফোরলেন প্রকল্পের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...