আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

শ্রমিক আন্দোলনে উত্তাল শ্রীমঙ্গলের ৪০ চা বাগান

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: বেতন বৃদ্ধিসহ দূর্গা পুজার আগে বেতন বোনাস পরিশোধের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বিতীয় দিনে আজো কর্মবিরতি পালন করেছে চা শ্রমিকরা।গত মঙ্গলবার উপজেলার ২৬ টি চা বাগানে শ্রমিকরা দুই ঘন্টার কর্মবিরতি পালন করলেও আজ বুধবার (৭অক্টোবর) তাদের সাথে আরো ১৪টি বাগান শ্রমিকরা কর্মবিরতিতে যোগ দেয়। ভাড়াউড়া, ফুলছড়া, কেজুরিছড়া, রাজঘাট, আমরাইলছড়া, জাগছড়া চা বাগানসহ উপজেলার ৪০টি চা বাগান শ্রমিকরা মজুরী বৃদ্ধির দাবীতে আন্দোলনে নেমেছে। এনিয়ে চা শ্রমিক আন্দোলনে শ্রীমঙ্গলের চা বাগানগুলো এখন উত্তাল হয়ে উঠেছে। ১শ’ ২ টাকা থেকে ৩শ টাকা মজুরী বৃদ্ধিসহ দূর্গা পূজার আগেই চা শ্রমিকদের নতুন মজুরিসহ বেতন কাঠামো বাস্তবায়নের দাবীতে চা শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। ফিনলে চা বাগানের চা শ্রমিক ঊমা হাজরা বলেন, ‘১শ’ ২ টাকা মজুরী দিয়ে আমরা চলতে পারি না, বাচ্চা কাচ্চাদের ভালো কিছু খাওয়াতে পারিনা’। এজন্য তিনি ‘হাজিরি মজুরী’ বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে দাবী জানান। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়েনের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরা বলেন, এ বছর চায়ের দাম প্রায় দ্বিগুন বেড়েছে। কিন্তু মালিকরা শ্রমিকদের সাথে সম্পাদিত চুক্তি বাস্তবায়নে গড়িমসি করছে। চুক্তি বাস্তবায়ন না হওয়ায় শ্রমিকদের মজুরী বাড়ছে না। ভাড়াউড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নূর মোহাম্মদ বলেন, দাবী বাস্তবায়নে আমরা মালিকদের ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছি। আজ আন্দোলনের দ্বিতীয় দিন, দাবী আদায় না হলে কাল শহরে বিক্ষোভ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচী দেয়া হবে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...