আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহতের ঘটনায় ঘাতক চালক ও হেলপার আটক

পলাশবাড়ী প্রতিনিধি : কোভিট-১৯ করোনা ভাইরাসের মধ্যে সরকার ঘোষিত লকডাউন না মেনে, ঘুর্ণিঝড় আম্ফানকে তোয়াক্কা না করে এবং ট্রাফিক আইন ভঙ্গ করে রড ভর্তি ট্রাক-ঢাকা মেট্রোঃ ট-১৩-৫৬৯৮ তে ১৩ জন লোককে যাত্রী বানিয়ে ১৩ টন রডের মধ্যে বসিয়ে নিয়ে ত্রিপল দ্বারা বেঁধে গাজীপুর হতে পাটগ্রাম যাওয়ার পথিমধ্যে গাইবান্ধার পলাশবাড়ী থানার দুবলাগাড়ী নামক স্থানে দূর্ঘটনা কবলিত হয়ে ১৩ যাত্রীকে অবহেলার মাধ্যমে হত্যা করে।
ঘটনার পর থেকে উক্ত ট্রাকের ড্রাইভার, হেলপার পলাতক থাকায় সোর্সের কোন সাহায্য ছাড়াই তথ্য প্রযুক্তি ব্যবহার করে পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মতিউর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমান, এএসআই (নিঃ) মোঃ আঃ সবুর, এএসআই (নিঃ) মোঃ সেলিম রেজা ও নারী কং/ কল্পনা রানী’গণের সমন্বয়ে একটি চৌকস টিম অভিনব পদ্ধতিতে অজ্ঞাতনামা ট্রাক চালক মোঃ এনামুল হক ওরফে দাজেল (৩৮), পিতা-মৃত ইব্রাহিম মন্ডল, স্থায়ী: গ্রাম-বাড়াই পাড়া (ফতেপুর), থানা-পীরগঞ্জ, রংপুর ও হেলপার মোঃ আশরাফুল ইসলাম (৩২), পিতা-মোঃ বাদশা মিয়া, স্থায়ী: গ্রাম-বাড়াই পাড়া (ফতেপুর), থানা-পীরগঞ্জ, রংপুর’দ্বয়কে গত ৪ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ব্যাপক অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাসন থানাধীন পিয়ারা বাগান এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হলে তারা দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।
অপরদিকে একই সাথে ঢাকা জেলার সাভার থানাধীন উলাইল বাস স্ট্যান্ডের পশ্চিমে কর্ণপাড়া নামক এলাকায় গত ৪ অক্টোবর অভিযান পরিচালনা করে অপহরণকারী মোঃ পলাশ মিয়া (২৫), পিতা-মোঃ মজনু মিয়া, সাং-দিগদারী, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা’কে গ্রেফতার করে তার হেফাজতে থাকা ভিকটিম সোনীয়া আক্তারকে উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...