আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

 নির্বাচনের খবর সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলা, ক্যামেরা ভাঙচুর

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে পৌরসভা নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপির হামলা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

জেলার গৌরীপুর পৌরসভার শেখ লেবু স্মৃতি পৌর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ দুপুরে এই ঘটনা ঘটে। ক্যামেরা ভাঙচুরের পাশাপাশি এসময় এনটিভির ক্যামেরা পারসন মাসুদ রানা ও ৭১ টিভির ক্যামেরাপারসন জামান আহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাবেক মেয়র ও আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ শফিকুল ইসলাম হবি ও স্বতন্ত্র প্রার্থী সদ্য সাবেক মেয়র সৈয়দ রফিকুল ইসলাম (নারিকেল গাছ) এর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার দৃশ্য ধারন করতে গেলে এই হামলা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটে৷

হামলায় আহত এনটিভির ক্যামেরা পারসন মাসুদ রানা  জানিয়েছেন, আঃলীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার দৃশ্য ধারনের সময় তার উপর নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা হামলা চালান, এসময় হামলাকারীরা তার ক্যামেরা ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...