আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু : নতুন শনাক্ত ৮৫

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় বুধবার করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছে ৮৫ জন। এরমধ্যে গোবিন্দগঞ্জে ১৯, সদরে ২৮, ফুলছড়িতে ২, সুন্দরগঞ্জে ৯, সাঘাটায় ১০, পলাশবাড়ীতে ১২ ও সাদুল্যাপুর উপজেলায় ৫ জন। করোনায় মৃত জাহেদা বেগম (৮০) এর বাড়ি সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে। তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে ৮৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা শেষে ছাড়পত্র নেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৫৮ জন। এদিকে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬০৬ জন। এরমধ্যে ৩৪ জন মারা গেছে। জেলায় হোম কোয়ারেন্টাইন ব্যক্তি মোট ১১ হাজার ৩১০ জন। এদের মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র দেয়া হয়েছে মোট ৭ হাজার ৪৫৮ জনকে।

এছাড়া জেলায় করোনায় শনাক্ত ৩ হাজার ৬০৬ জনের মধ্যে ২ হাজার ৫৮৬ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সুত্রে এসব তথ্য জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...