
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে র্যাবের অভিযানে একাধিক মামলার পলাতক আসামি, যুবলীগ নেতা আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে
র্যাব-৭ এর একটি টিম। গতকাল ১৬ সেপ্টেম্বর সোমবার রাত আনুমানিক ৮.৪০ মিনিটে উপজেলার গহিরা এলাকায় যুবলীগ নেতা আনোয়ার হোসেনের অবস্থানের বিষয়টি জানতে পেরে র্যাব-৭ এর এক আভিযানিক দল অভিযান চালিয়ে আসামি মোহাম্মদ আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। সে উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের
১ নং ওয়ার্ডের গোলজারপাড়া গ্রামের তবল হোসেনের পুত্র। গত ১৯ এপ্রিল ও ৩০ এপ্রিল চট্টগ্রামের রাউজান উপজেলার ২০৪ নং ফকিরটিলা শাখা ও ১০৩ নং দলইনগর-নোয়াজিষপুর শাখার এবাদতখানায় ভাংচুর মামলার অভিযুক্ত আসামী। এছাড়া রাউজান থানায় প্রবেশ করে গুরুত্বপূর্ণ মালামাল ভাংচুর, অস্ত্র-গোলাবারুদ লুট, পুলিশকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা এবং অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার (মামলা নং- ০৭, তারিখ- ১২ সেপ্টেম্বর ২০২৪ ইং) সন্দিগ্ধ আসামি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্বে থাকাকালীন সময়ে চট্টগ্রামের রাউজানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশএর দুইটি এবাদতখানা ভাংচুর ও অগ্নিসংযোগে নেতৃত্ব দেওয়াসহ এলাকায় যুবলীগের প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে। সে এলাকার শালিসি বৈঠক, টেন্ডার নিয়ন্ত্রণ, এলাকার মানুষকে ভয়ভীতি দেখিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।
উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দীন আরিফের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এলাকার মানুষ ভয়ে তার বিরুদ্ধে কথা বলার সাহস পেতনা। উল্টো সাধারণ মানুষকে চেয়ারম্যানের ভয় দেখিয়ে তাদেরকে জিন্মী করে রাখতো। এলাকার জামাল, মাসুদ ও আনোয়ার এই তিন ত্রয়ীর দাপটে পুরো কাগতিয়াসহ আশপাশের জনগণ ছিল জিন্মী। র্যাবের অভিযানে তার গ্রেফতারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনকে উল্লাস প্রকাশ করতে দেখা যায়।
র্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামি আনোয়ারকে রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।