
ফুলছড়ি প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার সকল ধর্ম পেশার মানুষকে শারদীয় দুর্গাপূজা শুভেচ্ছা জানিয়েছেন ফুলছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজামান বসুনিয়া ।
বছর ঘুরে আসে হিন্দু ধর্মালম্বিদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা বা দুর্গোৎসব। তা একেবারে দোর গোড়ায় চলে এসেছে, আর দূর্গা পূজা মানেই ঢাকের আওয়াজ। দুর্গোৎসবের এই কটা দিন সনাতন ধর্মের মানুষ বিশেষ আনন্দ ও উৎসাহের মধ্যদিয়ে দূর্গা মায়ের আরাধনা করে, পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবদের সাথে আড্ডায় একে অপারকে শুভেচ্ছা জানিয়ে থাকে।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি রাজিফুজামান বসুনিয়া এক শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, শুভেচ্ছা বার্তার পাশাপাশি তিনি সরকারের নিয়মনীতি ও আইন শৃঙ্খলা মেনে সবাইকে দূর্গা উৎসব উদযাপনেরর আহবান জানান। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ফুলছড়ি থানার আওতাধীন সকল পূজা মন্ডবে কঠোর নজরদারি থাকবে বলেও জানান তিনি।
এবারে ফুলছড়ি উপজেলায় মোট ১৩টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। কঞ্চিপাড়া ইউনিয়নে ৩টি, উদাখালী ইউনিয়নে ৫টি, গজারিয়া ইউনিয়নে ৫টি। তাদের সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করবে ফুলছড়ি থানা পুলিশ। সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রাখতে ফুলছড়ি থানা পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলেন।