
বিশেষ প্রতিনিধি: গাইবান্ধায় অবৈধ ভাবে পরিচালিত ইটভাটা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ দুপুরে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের আয়োজনে জেলা প্রশাসক বরাবরে এই সব অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের বিভাগীয় সমন্বয়ক মারুফ হাসান, জলবায়ু কর্মী মহিউল মিয়া , ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের গাইবান্ধা শাখার সদস্য ফুহাদ মন্ডল,সিয়াম মিয়া সহ অন্যান্যরা ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় গাইবান্ধা জেলায় সরকারি তালিকাভুক্ত ১২৬টি ইটভাটা থাকলেও যার মধ্যে শুধু মাত্র ১৬ টি ভাটার নিবন্ধন থাকলেও বাকি ১১০ টি ভাটার কোন নিবন্ধন ও পরিবেশ ছাড়পত্র নাই।
শুধু তাই নয় ইট ভাটায় কাঠ,কয়লা ব্যাবহার করে ইট পোড়ানোর কাজ করছে, সেই সাথে ইট পোড়ানোর পরবর্তীতে তার অবশিষ্ট কাঠ কয়লা কৃষি জমি ও জলাশয়ে ফেলার কারনে কৃষি জমির উর্বরতা ও জলাশয়ে ফেলার ফলে পানিও দূষিত হচ্ছে যার ফলে পানির ইকো-সিস্টেম নষ্ট হচ্ছে যা আমাদের মানুষ ও পরিবেশ এর জন্য খুবই ক্ষতিকারক।
এ ছারাও তারা বলেন এসব অবৈধ ইটভাটা নিয়ে বিভিন্ন টিভি চ্যানেল এবং পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ করা হলেও অদৃশ্য কারনে নিরব দর্শকের ভুমিকা পালন করছে সংশ্লিষ্ট দপ্তর। প্রশাসনের ঘুম ভাঙ্গানোর পাশাপাশি এসব অবৈধ ইট ভটা বন্ধের দাবি নিয়ে তারা জেলা প্রশাসক বরাবরে এ স্মারকলিপি প্রদান করেন।
এর পরও যদি জেলা প্রশাসক এসব অবৈধ ইট ভাটা উচ্ছেদের বিষয়ে কোন পদক্ষেপ গ্রহন না করে তবে জেলার সচেতন মহল কে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।