
বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার (২০ মার্চ, ২০২৫) বিকালে গাইবান্ধা জেলা সদরের হোটেল আর.রহমানে আয়োজিত অনুষ্ঠানে সদ্য যোগদানকৃত জেলা সিভিল সার্জন জনাব ডা. রফিকুজ্জামান এবং জেলা ড্যাব এর কনভেনার ডা. আ. ফ. ম আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় ফ্যাসিস্ট আওয়ামীপন্থী নেতৃবৃন্দের আধিক্যে জেলাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।
জেলা সিভিল সার্জনের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বাচীপের সাবেক সভাপতি ডা. শহীদুজ্জামান হারুন, সম্পাদক ডা. নুরুজ্জামান, সাবেক স্বাচীপ সদস্য ও আওয়ামী লীগ সদস্য ডা. আব্দুল মালেক, স্বাচীপ সদস্য ডা. প্রদীপ কুমার কর্মকার, জাসদ ইনু কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. একরাম।
বর্তমান সময়ে এমন একটি অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতপন্থী ডাক্তারদের উপস্থিতি একেবারেই না থাকায় সিভিল সার্জনসহ আয়োজকদের সমালোচনায় চাপা ক্ষোভ বিরাজ করছে…