সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ইয়াছিন আলী (৬৫) নামে এক বৃদ্ধকে গলাকেটে গলাকেটে হত্যা করে রেখে গেছে দুর্বৃত্তরা
গতকাল শনিবার (১৬ নভেম্বর) দিনগত রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের খোলাবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইয়াছিন জেলার উল্লাপাড়া উপজেলার আলিয়ারপুর এলাকার বাসিন্দা।
নওগাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান মজনু এ তথ্য নিশ্চিত করেছেন। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, একটি খুন হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।