আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তেতুলিয়ার মোড়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী সংগঠন জনযুদ্ধের আঞ্চলিক কমান্ডার বাদশা শেখ (৫০) নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তেতুলিয়া এলাকায় এ ‘বন্দুকযদ্ধের’ ঘটনা ঘটে। নিহত বাদশা উপজেলার জোড়াপুকুর গ্রামের সেলিম শেখের ছেলে।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুইটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।  এ ঘটনায় পুলিশেরও দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘জনযুদ্ধের আঞ্চলিক কমান্ডার বাদশাহ তার লোকজন নিয়ে তেতুলিয়া এলাকার একটি মেহগনি বাগানে গোপন বৈঠক করছে, এমন গোপন খবরের ভিত্তিতে টহল পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা ও তার লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে বাদশা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘বন্দুকযুদ্ধে পুলিশের এসআই সোরোয়ার হোসেন ও কনস্টেবল সোহেল আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

নিহত বাদশাহর নামে হরিণাকুণ্ডু থানায় সাতটি হত্যা ও দুইটি অস্ত্র মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...