আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ ইং

প্রটোকল ভেঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিলিটারি মেডিক্যাল সেন্টারে

প্রটোকল ভেঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে গেলে সেখানে তার স্বাস্থ্য পরীক্ষাও হয়। তবে হোয়াইট হাউস বলছে এটি রুটিন চেক ছাড়া আর কিছুই না এবং প্রেসিডেন্ট ট্রাম্প সুস্থ ও যথেষ্ট শক্তিশালী রয়েছেন। ট্রাম্প নিজেও টুইটে জানান, তিনি খুবই ভাল আছেন। শনিবার ওই হাসপাতালে ট্রাম্প দুই ঘন্টা অবস্থান করে। তখন বেশ কিছু ল্যাব টেস্ট করান তিনি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি স্টেফানি গ্রিশাম জানান, আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে খুব ব্যস্ত সময় কাটাতে হবে এবং একারণেই প্রেসিডেন্ট ট্রাম্প সাপ্তাহিক ছুটিতে ওয়াশিংটনে এই ফাঁকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিলেন। এসময় ট্রাম্প হাসপাতালে আফগানিস্তানে আহত মার্কিন সেনাদেরও খোঁজ নেন। হোয়াইট হাউস এও বলছে সামনের দিনগুলোতে হাজার হাজার মার্কিন নাগরিকদের সামনে যে নির্বাচনী বৈতরণী পার হতে যথেষ্ট সময় দিতে হবে তার জন্যে প্রেসিডেন্ট ট্রাম্প যথেষ্ট শক্তিশালীই আছেন। স্টেফানি এও জানান, কারো কাছে প্রেসিডেন্টের হঠাৎ এ স্বাস্থ্যপরীক্ষার বিষয়টি কৌতুক মনে হলেও কোনো কোনো মিডিয়া বিষয়টিকে নিয়ে বিপদজনক ও দায়িত্বহীন উক্তি করছে।

৭৩ বছর বয়স্ক প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময়ে নিজেকে এক চিঠিতে ‘রাষ্ট্রপতির জন্যে একজন নির্বাচিত স্বাস্থ্যবান ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেছিলেন। ২৪৩ পাউন্ড ওজন, ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার প্রেসিডেন্ট ট্রাম্পের খুবই পছন্দের খাবার হচ্ছে বার্গার, স্টেক ও কেচাপ। গত বছর তার ওজন বেশ কিছুটা বেড়েছে এবং তিনি কখনো জিম করেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...