বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় বেতার শিল্পী খাইরুল নিহত

 

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা মোড়ের সৈয়দপ্লাজার সামনে  সড়ক দূর্ঘটনায় পথচারি খাইরুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন।

 অজ্ঞাত একটি মালবোঝাই মিনি ট্রাক আজ ২ ডিসেম্বর সোমবার রাত সোয়া ৮ টার দিকে তাকে সজোরে চাপা দেয়। ঘটনাস্থলেই তার বাঁম-পা থেঁতলে যায় ।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের সহায়তায় রক্তাক্ত অবস্থায তাকে পলাশবাড়ী হাসপাতালে নিলে কিছুক্ষনের মধ্যে রাত সাড়ে ৮ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ সময় তার হাতে থাকা একটি হ্যান্ডব্যাগ সহ দু’টি ব্যাগ, পরিধেয় কিছু পোষাক-পরিচ্ছদ,খাবার ওষুধপত্র,নগদ ২ হাজার ১’শ ৮৫ টাকা পাওয়া যায়।

তার ব্যাগে থাকা একটি ভিজিটিং কার্ডে লিখিত পরিচয় অনুযায়ি জানা যায় তার নাম খাইরুল ইসলাম, শিল্পী বাংলাদেশ বেতার, চেইন মাস্টার গাইবান্ধা জেলা মটর ট্রাক শ্রমিক ইউনিয়ন( §ধাপেরহাট বাসস্ট্যান্ড)ও পরিচালক ধাপেরহাট ঝংকার সাংস্কৃতিক নাট্য সংস্থা।

জনপ্রিয়

বিএনপি একটি কমার্শিয়াল দল, এখানে টাকা হলেই সব হয়,এমনটাই বললেন উপজেলা সভাপতি

ট্রাকের ধাক্কায় বেতার শিল্পী খাইরুল নিহত

প্রকাশের সময়: ১১:০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯

 

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা মোড়ের সৈয়দপ্লাজার সামনে  সড়ক দূর্ঘটনায় পথচারি খাইরুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন।

 অজ্ঞাত একটি মালবোঝাই মিনি ট্রাক আজ ২ ডিসেম্বর সোমবার রাত সোয়া ৮ টার দিকে তাকে সজোরে চাপা দেয়। ঘটনাস্থলেই তার বাঁম-পা থেঁতলে যায় ।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের সহায়তায় রক্তাক্ত অবস্থায তাকে পলাশবাড়ী হাসপাতালে নিলে কিছুক্ষনের মধ্যে রাত সাড়ে ৮ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ সময় তার হাতে থাকা একটি হ্যান্ডব্যাগ সহ দু’টি ব্যাগ, পরিধেয় কিছু পোষাক-পরিচ্ছদ,খাবার ওষুধপত্র,নগদ ২ হাজার ১’শ ৮৫ টাকা পাওয়া যায়।

তার ব্যাগে থাকা একটি ভিজিটিং কার্ডে লিখিত পরিচয় অনুযায়ি জানা যায় তার নাম খাইরুল ইসলাম, শিল্পী বাংলাদেশ বেতার, চেইন মাস্টার গাইবান্ধা জেলা মটর ট্রাক শ্রমিক ইউনিয়ন( §ধাপেরহাট বাসস্ট্যান্ড)ও পরিচালক ধাপেরহাট ঝংকার সাংস্কৃতিক নাট্য সংস্থা।