
নওগাঁর মান্দায় অটোচার্জারকে সাইড দিতে গিয়ে বাবু (৪৫) নামে এক ভটভটি আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার মৈনম ইউপির ভোলাবাজার নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত বাবু নওগাঁ সদর বলিহার ইউপির কুড়মইল গ্রামের আকবর আলীর ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বাবু একজন মাছ চাষী। সে বলিহার থেকে সতীহাটের দিকে আসা একটি মাছের গাড়ি (ভটভটি) নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভোলাবাজার নামক স্থানে পৌঁছালে রায়পুরের দিক থেকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে উঠে আসা ধানবোঝাই একটি অটোচার্জার গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার দক্ষিণ পার্শ্বে দাঁড়িয়ে থাকা একটি মাটিকাটা ভেপু মেশিনের সাথে সজোড়ে ধাক্কা লাগে ।
এতে ঘটনাস্থলেই ভটভটি আরোহী বাবুর মৃত্যু হয়। সে মাছ বিক্রয়ের জন্য মাছ নিয়ে সতীহাট,দেলুয়াবাড়ি অথবা সাবাইহাটের দিকে যাচ্ছিলেন বলে স্থানীয়দের ধারনা।
মান্দা থানার ওসি-তদন্ত তারেকুর রহমান সরকার সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধারের চেষ্টা চলছে।