রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আধা মণ গাজাসহ আটক ৩

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৪:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
  • ২৩১ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী বাজিত নগর থেকে আধা মণ গাজা ও গাজা বহনকারী একটি প্রাইভেট কারসহ ৩ মদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) সকালে সাঘাটা উপজেলার জুমারবাড়ী – সোনাতলা পাকা সড়কের বাজিত নগর এলাকা থেকে তাদের আটক করা হয় ।

আটককৃতরা হলেন, সাঘাটা থানার মামুদপুর গ্রামের নজির হোসেন বেপারির ছেলে মঞ্জুরুল ইসলাম (৫০) , বগুড়া জেলার ধুনট থানার শিয়ালী গ্রামের জহুরুল ইসলামের ছেলে কপিল উদ্দিন (২৮) ও একই জেলার শাহজাদপুর উপজেলার বেতগাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে সিজু মিয়া (২৯)।

সাঘাটা থানার এসআই শাহাদত হোসেন জানান, বগুড়া জেলার সোনাতলা হয়ে সাঘাটার জুমারবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাদক সেল করে একটি চক্রো । দীর্ঘ দিন থেকে তারা পুলিশের চোখ ফাকি দিয়ে এই কাজ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা উপজেলার জুমারবাড়ী – সোনাতলা পাকা সড়কের বাজিত নগর এলাকা অভিযান চালিয়ে গাজা বহন কারী একটি প্রাইভেট কার ( ঢাকা মেট্রো :ক ০৩- ৭২৩২) সহ তাদের আটক করা হয় । এসময় তাদের সাথে সুজন ওরফে বেজী পালিয়ে যায় ।

আটককৃতরা দীর্ঘ দিন থেকে সিএনজি অটো রিক্সা ও প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন ভাড়া নিয়ে মাদকের ব্যবস্যা করে আসছে ।

জনপ্রিয়

ভূমিদস্যু চেয়ারম্যান রফিকুলের বিচার ও অপসারণের দাবীতে স্মারকলিপি

আধা মণ গাজাসহ আটক ৩

প্রকাশের সময়: ০৪:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯

গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী বাজিত নগর থেকে আধা মণ গাজা ও গাজা বহনকারী একটি প্রাইভেট কারসহ ৩ মদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) সকালে সাঘাটা উপজেলার জুমারবাড়ী – সোনাতলা পাকা সড়কের বাজিত নগর এলাকা থেকে তাদের আটক করা হয় ।

আটককৃতরা হলেন, সাঘাটা থানার মামুদপুর গ্রামের নজির হোসেন বেপারির ছেলে মঞ্জুরুল ইসলাম (৫০) , বগুড়া জেলার ধুনট থানার শিয়ালী গ্রামের জহুরুল ইসলামের ছেলে কপিল উদ্দিন (২৮) ও একই জেলার শাহজাদপুর উপজেলার বেতগাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে সিজু মিয়া (২৯)।

সাঘাটা থানার এসআই শাহাদত হোসেন জানান, বগুড়া জেলার সোনাতলা হয়ে সাঘাটার জুমারবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাদক সেল করে একটি চক্রো । দীর্ঘ দিন থেকে তারা পুলিশের চোখ ফাকি দিয়ে এই কাজ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা উপজেলার জুমারবাড়ী – সোনাতলা পাকা সড়কের বাজিত নগর এলাকা অভিযান চালিয়ে গাজা বহন কারী একটি প্রাইভেট কার ( ঢাকা মেট্রো :ক ০৩- ৭২৩২) সহ তাদের আটক করা হয় । এসময় তাদের সাথে সুজন ওরফে বেজী পালিয়ে যায় ।

আটককৃতরা দীর্ঘ দিন থেকে সিএনজি অটো রিক্সা ও প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন ভাড়া নিয়ে মাদকের ব্যবস্যা করে আসছে ।