আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা জুন, ২০২৩ ইং

রাণীনগরে টিসিবি’র ৪৫টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু

নওগাঁ প্রতিনিধি : পেঁয়াজের লাগামহীন বাজারে কিছুটা স্বস্তি আনতে নওগাঁর রাণীনগরে শুরু হয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) মাধ্যমে খোলা বাজারে বিদেশ থেকে আমদানীকৃত পেঁয়াজ বিক্রি। গতকাল দুপুরে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে খোলা বাজারে ৪৫ টাকা কেজি দরে এই পেঁয়াজ বিক্রি শুরু হয়। এদিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান পিন্টু, কালিগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান বাবু, বড়গাছা ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফু, উপজেলা দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) ডিলার উর্বী ট্রেডার্সের সরবরাহে সদর বাজার, ত্রিমোহনী বাজার, বেতগাড়ী বাজার ও আবাদপুকুর বাজারসহ বিভিন্ন পয়েন্টে এই পেঁয়াজ বিক্রি করা হবে জানা যায়।

এ সময় কম দামে পেঁয়াজ কেনার জন্য সাধারণ ক্রেতাদের দীর্ঘ লাইনে দাড়িয়ে পেঁয়াজ কিনতে দেখা গেছে। এতে করে সাধারন মানুষদের মাঝে অনেকটা স্বস্তি ফিরে এসেছে বলে জানান নির্বাহী কর্মকর্তা আল মামুন। তিনি আরো জানান সারা দেশে পেঁয়াজের বাজার অস্থির। যতদিন না পেঁয়াজের বাজার স্বাভাবিক হচ্ছে ততদিন ক্রেতাদের চাহিদা অনুসারে পেঁয়াজ আমদানী করে খোলা বাজারে টিসিবির মাধ্যমে এই পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...