আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

বাবার আসন উদ্ধার করতে জাতীয় পার্টি তে যোগদান করলেন ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরির দুই ছেলে

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার পলাশবাড়ীর কৃতি সন্তান গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনি আসনে লাগাতার ৬ বারের এমপি, মরহুম রাষ্ট্রপতি এইচএম এরশাদের সাবেক উপদেষ্টা, প্রভাবশালী মন্ত্রী,  জননেতা মরহুম ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী’র দুই ছেলে আনুষ্ঠানিক ভাবে জাতীয়পার্টিতে যোগদান করেছেন।

জাতীয়পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)-এর হাতে ফুলের তোড়া প্রদানের মধ্যদিয়ে বড় ছেলে মো. মামুনুর রশীদ চৌধুরি রুবেল ও মেজো ছেলে মো. মাঈনুর রাব্বি রুমান চৌধুরী জাতীয়পার্টিতে যোগদান করেন।

এ সময় সহোদর দু’ভাই পার্টি চেয়ারম্যান সহ উপস্থিত জাপা’র অন্যান্য নেতৃবৃন্দের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় ছাড়াও রাজনৈতিক অঙ্গনের বিষয় নিয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য; সাবেক সাংসদ ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরি জীবদ্দশায় জাতীয়পার্টির (এ) রাজনীতি থেকে পদত্যাগ করে জাতীয়পার্টির অপরাংশের চেয়ারম্যান কাজী জাফর আহম্মেদের পার্টিতে যোগদান করেন। কাজী জাফর আহম্মেদের মৃত্যুবরণ করলে ড. রাব্বি চৌধুরি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়ীত্বপালন করেন। এসময় তিনি বিএনপির নেতৃত্বে গঠিত জোটকে সমর্থন করেন। পরবর্তিতে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরি এ আসনে ধানের শীষ প্রতিক নিয়ে আ’লীগ মনোনীত ডা. ইউনুস আলী সরকার এবং জাপা (এ)মনোনীত ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীসহ নির্বাচনে অংশ নেয়া অন্যান্য প্রার্থীদের সাথে নির্বাচনী প্রতিদ্বন্দিতায় প্রচার-প্রচারনা শুরু করেন।

প্রচারনার একপর্যায় নির্বাচনের মাত্র ১০ দিন আগে ২০ ডিসেম্বর রাতে ড. রাব্বি মৃত্যুবরণ করেন। নির্বাচন কমিশন কর্তৃক পরিবর্তিত পরবর্তি তারিখ ২০১৯ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ডা. ইউনুস আলী সরকার বিপূল ভোটে দ্বিতীয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দী হয়েছিলেন জাপা প্রার্থী ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী।এদিকে নির্বাচন পরবর্তি মাত্র ১ বছর ৭ দিনের ব্যবধানে গত ২৭ ডিসেম্বর অসুস্থজনিত কারনে ডা. ইউনুস এমপি মৃত্যুবরণ করেন। বাংলাদেশ নির্বাচন কমিশন এ আসনটি ইতোমধ্যেই শূন্য ঘোষনা করেছেন। আগামী ২৭ মার্চের মধ্যেই আসনটিতে সম্ভাব্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

এ আসনটিতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিরাজমান হিসেব-নিকেষসহ নানা মেরুকরণের দোদুল্যতা শুরু হয়েছে। রাজনৈতিক এসব জল্পনা-কল্পনা সামনে রেখেই জাপা’র(এ) একাধারে সাবেক অন্যতম প্রেসিডিয়াম সদস্য, এমপি, প্রভাবশালী মন্ত্রী জনপ্রিয় মরহুম নেতা ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরির দুই ছেলের একইসাথে জাতীয়পার্টির রাজনীতিতে যোগদান করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...