আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা জুন, ২০২৩ ইং

পলাতক আসামীসহ ৬ মাদকব্যবসায়ী আটক

 

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পলাতক দুই আসামীসহ ৬ মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো, সুইম বাবু, সোহাগ হোসেন , আব্দুল মজিদ, বাবুল হোসেন, এনজার মন্ডল, পলাশ হোসেন। এদের সকলের বাড়ি বিরামপুর ও হিলি সীমান্তের বিভিন্ন এলাকায়।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশ সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১ কেজি ও ৫০ পুরিয়া গাঁজা এবং ৭ বোতল ফেনসিডিলসহ চার মাদকব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়াও পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করা হয়। পরে তাদের সকলকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...