নওগাঁর পোরশায় ইঞ্জিন চালিত ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে জুয়েল(২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় মজিবর রহমান(৪০) নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন। নিহত জুয়েল উপজেলার মিছিরা মলপাড়া গ্রামের আজিজুলের ছেলে এবং আহত মজিবর একই গ্রামের মৃত সোবহানের ছেলে।
জানা যায়, সোমবার সরাইগাছি থেকে ইঞ্জিন চালিত ট্রলি যোগে নিতপুরে যাওয়ার সময় বেলা ১২টায় ছাতনতলী নামক স্থানে এসে এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনা স্থলেই জুয়েল মারা যায় এবং মজিবরকে তাৎক্ষনিক উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। পোরশা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।