
গুরুত্বপূর্ণ, প্রশংসনীয় ও ভালোকাজের স্বীকৃতি স্বরুপ আই জি ব্যাজ লাভ করেছেন নওগাঁর রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক। ২০১৯ সালে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি পুলিশ বাহিনীর ভাবমূর্তি বাড়ানো, মাদক ও হত্যা মামলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উম্মোচনে বিশেষ অবদানের জন্য তাকে এব্যাজ দেওয়া হয়।
গত ৭ই জানুয়ারী পুলিশ সপ্তাহ-২০২০ উপলক্ষে রাজার বাগ পুলিশ লাইনে শীল্ড প্যারেড পুরুস্কার বিতরন অনুষ্ঠানে আই জি ব্যাজ পরিয়ে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আই জি পি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বি পি এম (বার)। রাণীনগর থানার (ওসি) জহুরুল হক তার কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি এই পুরস্কারে ভ’ষিত হয়েছেন। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, সিনিয়র স্যারদের দিকনির্দেশনা ও থানার সকল সদস্যদের সহযোগিতায় আমি এই পদক পেয়েছি। আমি এধারা অব্যাহত রাখতে কাজ করে যাব। তার উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা এবং অনন্য পেশাদারিত্বের সাথে পালন করবেন বলেও জানান তিনি।