আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

সাম্য হত্যার আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে আজ

গোবিন্দগঞ্জের পৌর মেয়র গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকারের একমাত্র পুত্র আশিকুর রহমান সাম্য হত্যার আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে আজ। গত ৬ জানুয়ারী জেলা ও দায়রা জজ দীলিপ কুমার ভৌমিকের আদালতে সর্বশেষ যুক্তি-তর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করা হয়। গোবিন্দগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪০দিন এবং গাইবান্ধায় ১৭ দিনের শুনানি ও সাক্ষ্যগ্রহণ ইতোমধ্যেই শেষ হয়েছে। জেলা জজ কোটের পিপি এড. শফিকুল ইসলাম শফিক জানিয়েছেন, আলোচিত এ মামলায় ৬ আসামী জেল হাজতে এবং ৫ আসামী জামিনে রয়েছে।

উল্লেখ্য, গত ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার পরদিন সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের বর্ধনকুঠি বটতলা এলাকার একটি কমিউনিটি সেন্টরের পেছনের সেপটিট্যাংক থেকে হাত-পা বাঁধা অবস্থায় কিশোর আশিকুর রহমান সাম্য (১৪) এর লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় সাম্য’র বাবা পৌর মেয়র গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় পৌর কমিশনার জয়নাল আবেদীন সহ ১১জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...