আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং

রঘুনাথপুর বাজারের ২ ব্যবসায় প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ এর সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সদরের রঘুনাথপুর বাজার পরিচালিত বাজার তদারকি কালে মেসার্স মন্ডল ফার্মাসিতে এক কার্টুন পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায় যা পরে জব্দ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় ৫০০০/- টাকা জরিমানা করা হয় এবং মেসার্স ত্রিনাথ মিষ্টান্ন ভান্ডারকে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় ও মূল্য তালিকা না টাঙানোর জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০০০/- টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়েছে ভবিষ্যতে এই ধরনের কাজ না করতে। এছাড়া সচেতনতার জন্য লিফলেট, স্টিকার এবং অভিযোগ ফরম বিতরণ করা হয়।

অভিযান পরিচলনা করতে সহযোগিতা করে গোপালগঞ্জ সদর উপজেলার পুলিশের কর্মকর্তাগণ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ এর সহকারী পরিচালক শামীম হাসান জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...