আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

করোনা সতর্কতায় গ্রামাঞ্চলের হাট বাজারে অনেকেই মানছে না দূরত্ব

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় গ্রামাঞ্চলের হাট বাজারগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন দোকানের সামনে সাদা রংয়ের গোল বৃত্ত কাজে আসছে না। গোল বৃত্ত না মেনে গাদাগাদিভাবে দাঁড়িয়ে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় নিত্য পণ্য। ফলে এ নিয়ে সচেতন মানুষের মধ্যে দেখা দিয়েছে নানা প্রতিক্রিয়া। স্থানীয়রা মনে করছে, আরো জনসচেতনতা ও প্রচারণার বিশেষ প্রয়োজন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশবাসীকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশনা দেয় সরকার। এ নিয়ে পুলিশসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ক্লান্তহীন পরিশ্রম করে যাচ্ছেন রাত দিন। অনেকেই সরকারি এই নির্দেশনা মেনে চলার চেষ্টা করছে। তবে অনেককে ওষুধ, চাল-ডাল, তেল-লবণ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে বাড়ির বাইরে বের হতে হচ্ছে। আার জরুরি প্রয়োজনে বের হওয়া এসব মানুষ সামাজিক দূরত্ব মেনে চলছে এমনটি দেখা যাচ্ছে না গ্রামাঞ্চলের হাট বাজারগুলোতে। বিভিন্ন উপজেলা সদরসহ গ্রামের বিভিন্ন বাজার ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে প্রতিদিনই। গতকাল হাট বাজারের কয়েকটি ফার্মেসিতে গিয়ে দেখা যায় সাদা রং দিয়ে গোল চিহ্ন করা বেশীরভাগ স্থান পড়ে আছে ফাঁকা। সেখানে না দাঁড়িয়ে গায়ের সঙ্গে গা ঘেঁষে ক্রেতারা কিনছেন ওষুধ। এ ছাড়া নিত্য প্রয়োজনীয় সবজি, মুদি দোকানে একই দৃশ্য দেখা গেছে। নিয়ম না মেনে ওষুধ নিতে আসা আলামীন নামের এক ক্রেতার কাছ জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কেউ তো নিয়ম মানছে না, আমি একা মেনে কী করব।’ তাছাড়া গ্রামের হাট-বাজারগুলোতে বিকেল না হতেই বেড়ে যাচ্ছে লোকসমাগম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বারবার বলা হচ্ছে। করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে বিতরণ করা হচ্ছে লিফলেট। সাতক্ষীরা জেলা প্রশাসক নিজেই হাতে মাইক নিয়ে গলা ফাটিয়ে রাস্তা মাড়িয়ে অব্যাহত প্রচার-প্রচারণার পরেও মানুষ সচেতন হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...