আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং

ইয়াবা পাচারে জন্য ত্রান নিয়ে এসেছিলো মেম্বার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে মহেশখালীতে এক মেম্বার কার্ভাড ভ্যান করে ত্রান এনে ঐ কার্ভাড ভ্যানে করে ইয়াবা পাচার করার সময় দেড় লাখ পিস ইয়াবা সহ ২ জন গ্রেপ্তার হয়েছে। তবে ইয়াবার মূল মালিক ছোট মহেশখালী ৭নং ওয়ার্ডের মেম্বার ওসমান পালিয়ে গেছে।

মহেশখালী থানার ওসি প্রভাশ চন্দ্রধর জানিয়েছেন, ছোট মহেশখালীর ৭ নং ওয়ার্ডের মেম্বার ওসমান ৪ মে রাতে কার্ভাড ভ্যানে করে ত্রান আনে। ভোরে ঐ বাড়ি থেকে কার্ভাড ভ্যানটা ইয়াবা নিয় যাচ্ছিলো। গোপন সংবাদ পেয়ে লম্বা ঘোনা নামক স্থানে কার্ভাড ভ্যানটি আটকিয়ে তল্লাশি করে দেড় লাক্ষ ইয়াবা সহ দুই পাচারকারীকে আটক করা হয়। আটক হওয়া ইয়াবা কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা ছোট মহেশখালী ৭নং ওয়ার্ডের মেম্বার ওসমান ও তার জামাতা সাদ্দামের কাছ থেকে ইয়াবাগুলো নিয়ে চট্টগ্রাম হয়ে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিলো।

আটক হওয়া একজন চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকার আয়ুব আলীর ছেলে মোঃ করিম উল্লাহ (৩৫), অন্য জন সুনামগঞ্জের তাহিরপুরের লাকসামের সোলাইমানের ছেলে নূর মোহাম্মদ (৩২)।

স্থানীয় একাধিক সুত্র জানায়, বিপুল পরিমান ইয়াবা আটকের পর থেকে ওসমান গনি মেম্বার ওরফে বর্মাইয়া ওসমান ও তার ছেলে এবং স্পীটবোট ড্রাইভার থেকে নব্যকোটিপতি সাদ্দামসহ বেশ কজন পালিয়ে গেছে। দীর্ঘদিন ধরে মেম্বারের পরিবাবারে সদস্যরা ও মেয়ের জামাই সাদ্দাম ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে বলে জানা গেছে। স্থানীয় মানুষদের ত্রাণ দেওয়ডার কথা বলে কভার্ট ভ্যান করে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আসে । উক্ত কভার্ট ভ্যান করে ইয়াবার বিশাল চালানটি প্রচারের চেষ্টা করছিল।

মহেশখালী থানার ওসি তদন্ত বাবুল আজাদ জানায়, ইয়াবার গড়ফাদারদের ধরতে অভিযান চলছে । আটককৃত ও পলাতক ইয়াবকাকারীদের বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনের মামলার করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...