আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

করোনায় আক্রান্ত হয়ে কারাবন্দির মৃত্যু

সিলেট প্রতিনিধি : প্রাণঘাতী করোনাভাইরাসে সিলেট কেন্দ্রীয় কারাগারে এক বন্দি মারা গেছেন। হত্যা মামলার ওই বন্দি ২ মাস ধরে কারাগারে আছেন। এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ২৩৯ জনের মৃত্যু হলেও এটিই প্রথম কোনো বন্দির মৃত্যু। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (১০ মে) সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার (১১ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। তার গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলায়। মৃত বন্দির যে ওয়ার্ডে ছিলেন, সেটি লকডাউন করা হয়েছে। কারাগারে ওই বন্দির সংস্পর্শে কারা এসেছিলেন তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে কারা সূত্রে জানা গেছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, ওই বন্দির বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। গত ৫ মার্চ একটি খুনের মামলায় তাকে আটক করে কারাগারে পাঠানো হয়। এরপর গত ৮ মে (শুক্রবার) তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে তার শরীরে করোনার উপসর্গ থাকায় ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে প্রেরণ করেন।

পরদিন ৯ মে তার নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আর সোমবার নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।

প্রসঙ্গত, সিলেট বিভাগে প্রথম গত ৫ এপ্রিল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। গত ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোমবার (১১ মে) নতুন করে আরও ১৭ জন সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ২৯৭ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৮৬, সুনামগঞ্জে ৬১, হবিগঞ্জে ১০৬ জন এবং মৌলভীবাজারে ৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজার জেলায় দুই জন। তবে সুনামগঞ্জে এ পর্যন্ত করোনায় কারও মৃত্যু হয়নি। এছাড়া সিলেট বিভাগে মোট ৩৭ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১২ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জের ১১ জন সুস্থ হয়েছেন। তবে মৌলভীবাজারে এখনও কেউ সুস্থ হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...