-
- গাইবান্ধা, রংপুর বিভাগ, সারাদেশ, স্থানীয় সংবাদ
- সি এইচ সি পি কে লাঞ্চিত করার প্রতিবাদে স্মারকলিপি প্রদান
- প্রকাশের সময়: মে, ১৫, ২০২০, ৭:০৭ অপরাহ্ণ
- 96 বার পড়া হয়েছে
ফুলছড়ি প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ির চরাঞ্চলে কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালনরত অবস্থায় এক নারী সিএইচসিপিকে মারপিট ও শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে স্বারকলিপি প্রদান করা হয়েছে।
জানা যায়, ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের অবিরন নেছা কমিউনিটি ক্লিনিকে গত ১০ই মে দায়িত্ব পালনরত অবস্থায় সিএইচসিপি হাসিনা আক্তারকে স্থানীয় একটি মহল মারপিট ও শারিরীকভাবে লাঞ্ছিত করে।
এ ঘটনায় ফুলছড়ি থানায় একটি এজাহার করা হয়েছে। কিন্তু পুলিশ কাউকে আটক করতে পারেনি। দোষীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত সিএইচসিপিদের সংগঠন ও বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ফুলছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দ।
গত বৃহস্পতিবার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুজ্জামানের নিকট তারা স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত সিএইচসিপিদের সংগঠন ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আবু শামীম মন্ডল, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি ফারুকুল ইসলাম, সাধারন সম্পাদক মজনু মিয়া প্রমুখ।
কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত সিএইচসিপিদের সংগঠনের ফুলছড়ি উপজেলা শাখার সাধারন সম্পাদক আবু শামীম মন্ডল বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে সিএইচসিপি হাসিনা আক্তার লাঞ্ছিত হয়েছেন। এখানে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আমাদের অভিভাবক। আশা করছি, তিনি বিভাগীয় তদন্ত সাপেক্ষে স্বাস্থ্য কর্মী লাঞ্ছিত হওয়ার বিষয়ে সঠিক বিচার প্রাপ্তি নিশ্চিত করবেন
এই বিভাগের আরও খবর...
Leave a Reply