আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

ধান কাটা শ্রমিকের ব্যানার লাগিয়ে বাসে যাত্রী পরিবহন

সাতক্ষীরাা প্রতিনিধি: বাসের সামনে ধান কাটা শ্রমিকের ব্যানার লাগিয়ে অতিরিক্ত ভাড়ায় সাধারণ যাত্রী পরিবহনের অভিযোগে ঠিকানা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে সাতক্ষীরা থেকে কৌশলে অতিরিক্ত ভাড়ায় যাত্রী নিয়ে ঢাকায় যাবার পথে পুলিশের চেকপোষ্টে বাসটি আটক করা হয়।

সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ঠিকানা পরিবহন নামের একটি পরিবহন প্রায় রাতে ধানকাটা শ্রমিকের সাইনবোর্ড ব্যবহার চলাচল করত। গাড়িটি সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে কালিগঞ্জ /দেবহাটা/সদর/পাটকেলঘাটা হয়ে ঢাকায় যায়। আজ ট্রাফিক বিভাগ বাসটি আটক করেছে।

গাড়ীটি ১৬০০ টাকা ভাড়ায় ঢাকাতে যাত্রি পরিবহন করত।

এ ঘটনায় মামলা করা হয়েছে, জড়িত বাকীদের গ্রেফতার করতে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...