আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

বাড়ি ফেরার পথে ট্রাক দুর্ঘটনায় প্রাণ গেল ২৪ ভারতীয়র

ডেক্স নিউজ : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতে চলছে লকডাউন। এ অবস্থায় উত্তর প্রদেশে পরিযায়ী শ্রমিকদের বহনকারী একটি ট্রাকের সঙ্গে আরেক ট্রাকের সংঘর্ষে ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। খবর- এনডিটিভির। আজ শনিবার (১৬ মে) ভোররাতে লখনৌ থেকে ২০০ কিলোমিটার দূরের অরাইয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাতে এনডিটিভির প্রতিবেদনে প্রকাশ, প্রথমে রাজস্থান ও পরে হরিয়ানা থেকে শ্রমিকরা বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে নিজেদের বাড়ি ফেরার লক্ষ্যে প্যাকেটজাত গম পরিবহনকারী ট্রাকে ওঠেন। ট্রাকটি অরাইয়া জেলায় পৌঁছালে শনিবার দিবাগত রাত ৩টার দিকে অন্য ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। উদ্ধারে অভিযানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিবেদনে প্রকাশ, অরাইয়াতে দুর্ভাগ্যজনক দুর্ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অবগত হয়েছেন। তিনি নিহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে নির্দেশ দিয়েছেন। কমিশনার এবং কানপুরের আইজিকে ঘটনাস্থল পরিদর্শন এবং দুর্ঘটনার কারণ সম্বলিত প্রতিবেদন দ্রুত দিতেও নির্দেশ দিয়েছেন।

শুক্রবারই যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের পরিযায়ী শ্রমিকদের নিজচেষ্টায় বাড়ি ফেরার উদ্যোগ না নিতে অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন, আপনার পায়ে হেঁটে কিংবা নিজেদের উদ্যোগে পরিবহনে করে বাড়ি ফেরার চেষ্টা এড়িয়ে চলুন। আমাদের দায়িত্বশীল কর্মকর্তারা বিনা পয়সায় পরিবহনের ব্যবস্থা করে দেবে।

ভারতে লকডাউনের কারণে বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্য সরকার বিশেষ বাস ও ট্রেনের ব্যবস্থা করলেও অনেক শ্রমিকই কয়েকশ কিলোমিটার হেঁটে পরিবারের সদস্যদের কাছে ফিরতে চেষ্টা করছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলার মহাসড়কে সরকারি একটি বাসের চাপায় হেঁটে পাঞ্জাব থেকে বিহার যেতে চাওয়া ৬ পরিযায়ী শ্রমিক নিহত ও আর দুইজন আহত হয়েছিল। পুলিশ পরে বাসটি জব্দ ও চালককে গ্রেপ্তার করেছে। এর আগে গত সপ্তাহে মহারাষ্ট্রের অওরঙ্গবাদে মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘুমন্ত ১৬ পরিযায়ী শ্রমিক নিহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...