আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ভুয়া রেজুলেসন দেখিয়ে গাইবান্ধার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে মাংস বিক্রির সেড ভাঙ্গার অপচেষ্টা চালিয়েছিলেন চেয়ারম্যান রফিকুল

নিজস্ব প্রতিবেদক: ভুয়া রেজুলেসন দেখিয়ে গাইবান্ধার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে মাংস বিক্রির সেড ভাঙ্গার অপচেষ্টা চালিয়েছিলেন চেয়ারম্যান রফিকুল ইসলাম।
আজ দুপুরে বালুয়া বাজারে ভিতরে একটি পরিত্যাক্ত মাংস বিক্রির সেড ভেঙ্গে ইট , টিন এবং সেডের অন্যান্ন অংশবিশেষ চেয়ারম্যানের লোকজন এসে ভেঙ্গে নিয়ে যেতে শুরু করে। বাজারে উপস্থিত উক্ত ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোছাব্বির রহমান বিষয়টি সর্ম্পকে জানতে চাইলে সেড ভাঙ্গার লোকজন বলে চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করেন। বিষয়টি সাবেক ইউপি সদস্যের সন্দেহ হলে বাজারে উপস্তিত অন্যান্ন স্থানীয়দের সাথে নিয়ে ইউনিয়ন পরিষদের তহশীলদার এবং চেয়ারম্যানকে ফোনে অবহিত করেন এবং ঘটনাস্থলে আসতে অনুরোধ করেন।
কিছু সময় অপেক্ষার পর তহশীলদার ঘটনা স্থলে উপস্থিত হয় এবং চেয়ারম্যানের জন্য অপেক্ষা করে। পরে চেয়ারম্যান সেখানে উপস্থিত না হলেও তার প্রতিনিধির মাধ্যমে একটি রেজুলেশন পাঠিয়ে দেন।
ঘটনা স্থলে উপস্থিত সাবেক ইউপি সদস্য সহ অন্যান্নরা চেয়ারম্যানের পাঠানো রেজুলেশন টি দেখেন্। উক্ত রেজুলেশন টি তহশীলদার সহ উপস্থিত অন্যান্নদের ভুয়া সন্দেহ হয় এবং এর বিপরীতে সঠিক কোন কাগজ পত্র দেখাতে পারেনা চেয়ারম্যানের লোকজন। পরে তহশীলদার বিষয়টি সদর এসিল্যান্ড সাহেব কে অবহিত করেন এবং তার অনুমতিক্রমে তাৎক্ষনিক কাজটি বন্ধ করে দেন বলে জানন উপস্থিত সংবাদিকদের।
বিষয়টি নিয়ে স্থানীয়দের কাছে জানতে চাইলে নাম না প্রকাশ করার শর্ত একজন বলেন এই চেয়ারম্যান একের পর এক অনিয়ম করেই আসেছে আমরা কিছু বলার সাহস পাই না তার পরও আজকে সাহস করে চেয়ারম্যান সাহেব কে এই সেড ভাঙ্গার বিষয়ে ফোন দিয়েছিলাম তখনও তিনি আমাকে নেতা হয়েছিস ভাঙ্গার ওখানে আসিস দেখে নিব এরকম বিভিন্ন রকম হুমকি প্রদান করে।
পাশাপশি স্থানীয়রা এই চেয়ারম্যানের উপযুক্ত বিচার দাবী করেন।
বিষয়টি নিয়ে এই প্রতিবেদক চেয়ারম্যান রফিকুলের মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি প্রতিবেদক কে বলেন তোমার কি নিউজ করার আছে করো আমি রেজুলেশন নিয়ে উপজেলায় গেলাম এই বলে ফোন কেটে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...