ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও শাড়ি বিতরণ করেছেন।
শুক্রবার (২২ মে) ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম সেলিম পারভেজ তার ব্যক্তিগত তহবিল থেকে ৫০০ পরিবারের মাঝে শাড়ি ও উপজেলা পরিষদের বরাদ্দ থেকে ৩০০ পরিবারকে ঈদ সামগ্রী (চিনি, সেমাই, মুড়ি, চাল) বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বাবু মিয়া, আওয়ামী লীগ নেতা অমল কুমার ভট্টাচার্য্য প্রমুখ।
Leave a Reply