আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

খাগড়াছড়িতে একদিনে রেকর্ড করোনা শনাক্ত, মোট ২৯

খাগড়াছড়ি প্রতিনিধি : একদিনের ব্যবধানে খাগড়াছড়িতে আরও আট জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে পাহাড়ি জেলাটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯ জনে।

বুধবার (২৭ মে) সকালে খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আটজন। এদের মধ্যে সদর উপজেলায় তিনজন, দীঘিনালার মধ্যবেতছড়ি এলাকায় একজন, মহালছড়িতে দুইজন, পানছড়িতে একজন এবং মাটিরাঙার একজন রয়েছেন।’

জানা গেছে, মহালছড়িতে আক্রান্ত দুইজন আগের আক্রান্ত স্বাস্থ্যকর্মীর বাসায় কাজ করতেন । দীঘিনালায় আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তিনি মধ্যবেতছড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। পানছড়ি ও মাটিরাঙায় আক্রান্তদের শনাক্তের চেষ্টা করছে স্বাস্থ্য বিভাগ ।

এ নিয়ে খাগড়াছড়ি জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন প্রথম আক্রান্ত ব্যাক্তি এরশাদ চাকমা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...