আজ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৪ ইং

বিদ্যুৎ স্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগাছায় রাতে মাছের খামারে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা- ছেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্ব পরান গ্রামের মাছের খামার থেকে ওই দু’ জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, উপজেলার ওই গ্রামের আজিজার রহমান (৬০) ও তার ছেলে সুজন মিয়া (২৪)।

পুলিশ জানিয়েছে, আজিজার রহমান নিজেদের পুকুরে মাছ চাষ করতেন।

সোমবার (১জুন) রাত মধ্যে রাতে ছেলে সুজনকে নিয়ে পুকুরে কলার ভেলায় চড়ে বৈদ্যুতিক বাল্ব লাগাতে যান আজিজার রহমান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বাবা-ছেলে।

এদিকে রাতে তারা বাড়ি না ফেরায় পরিবারের অন্য সদস্যরা তাদের খুঁজতে থাকেন। কিন্তু রাতভর তাদের কোনো সন্ধান পাননি তারা। পরে সকালে পরিবারের লোকজন পুকুরে তাদের ভাসমান মরদেহ দেখতে পান। এসময় আজিজার রহমানের জামাতা আমিনুল ইসলাম মরদেহ উদ্ধার করতে যেয়ে তিনি নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। তাকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানিয়েছেন, বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...