আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

ভ্রাম্যমান আদালতে ৭ জুয়ারীর জরিমানা

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি  : গাইবান্ধার ফুলছড়িতে ভ্রাম্যমান আদালতে ৭ জুয়ারীর প্রত্যেককে ১০হাজার টাকা জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।যানা যায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩ জুন বৃহস্পতিবার বিকেল ৩টায় ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি কাওছার আলীর নির্দেশে এস আই সাইদুর রহমান সরকার এর নেতৃত্বে পুলিশের একটি টিম গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামারি গ্রামে অভিযান চালিয়ে ৮ জুয়ারিকে জুয়া খেলা অবস্থায় আটক করে।

পরে তাদের কে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান দোলন জুয়া আইনের ৭ জনকে ১০ হাজার টাকা করে এবং একজনকে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।

 দন্ডপ্রাপ্তরা হলেন, দক্ষিণ খাটিয়ামারী গ্রামের বাহাজ উদ্দিনের পুত্র ইসমাঈল হোসেনকে (৩৮), পশ্চিম খাটিয়ামারী গ্রামের রবিজল হকের পুত্র ইব্রাহিম আলী (৩৭), একই গ্রামের সেকেন্দার আলীর পুত্র খোরশেদ আলম (৩৮), মৃত. জয়েন উদ্দিনের পুত্র খলিল মিয়া (৩০), মধ্য খাটিয়ামারী গ্রামের মৃত. আষাণ আলীর পুত্র শহিদুল ইসলাম (২৫), ফুলছড়ি ইউনিয়নের পিপুলিয়া গ্রামের মৃত. খয়রুল ইসলামের পুত্র শাহজাহান আলী (৩২) ও জামালপুর জেলার ইসলামপুর উপজেলার  মধ্যচর গ্রামের ইউসুফ আকন্দের পুত্র বিল্লাল। জরিমানা প্রাপ্তরা তাৎক্ষনিক টাকা বুঝে দিয়ে মুক্তি পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...