আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক এক সেমিনার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
৪ জুন বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করে।

 

উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনে সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

 

সেমিনারে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর প্রশাসক আবু বকর প্রধান,থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, উপজেলা আওয়ামীগের সহ- সভাপতি শহিদুল ইসলাম বাদশা,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ার বেগম,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, বৈদেশিক ও জনশক্তি কর্মসংস্থান অফিসের সহকারি পরিচালক নেশারুল হক,গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আতিকুর রহমান, কৃষি অফিসার আজিজুর রহমান,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান,সাংবাদিক বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ বলেন, যুব সমাজের বেকারত্ব দুরীকরণে বিদেশী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপর সরকার সর্বাধিক গুরুত্বারোপ করেছেন। সেজন্য যুব সমাজকে অবশ্যই বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষিত এবং দক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। প্রতারণা এড়াতে এবং বিদেশে সঠিক কর্মসংস্থানে নিযুক্ত হওয়ার লক্ষ্যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষিত হয়ে সংশ্লিষ্ট দেশের ভাষা শিখে এবং এজেন্টের নাম পরিচয় ও বৈধতা যাচাই করে জেনে বুঝে প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক বিদেশে গেলে প্রতারিত হবেন না। সেমিনারে সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কর্মস্থানের জন্য বিদেশগামীদের জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...