আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

কৃষি খাতে বরাদ্দের দাবীতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি : কৃষি ও কৃষক রক্ষায় উন্নয়ন বাজেটের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দের দাবীতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট গাইবান্ধার উদ্যেগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ঠা জুন বৃহস্পতিবার গাইবান্ধা শহরের ১নং রেলগেট এলাকায় এ মানব বন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

 মানববন্ধনে সংগঠনটির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান খোকার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলার সদস্য কাজী আবু রাহেন শফিউল্যা,সংগঠনের সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, সদস্য অফিজ উদ্দিন, ডাঃ জব্বার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন জাতীয় আয়ের বেশির ভাগ কৃষি থেকে আসে অথচ কৃষি -কৃষক অবহেলিত। কৃষি খাতকে শক্তিশালী করতে হলে উন্নয়ন বাজেটের ৪০ ভাগ বরাদ্দ করার আহবান জানান। সেই সাথে করোনা কালীন সময়ে কৃষকদের নগদ প্রনোদনার দাবী জানান।শেষে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি মন্ত্রী বরাবরস্মারকলিপি প্রদান করে সংগঠন টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...