আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

‘ম্যাংগো স্পেশাল’ ট্রেনের উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীবাসীর দির্ঘদিনর স্বপ্ন পুরণ হলো। রাজশাহী থেকে ট্রেনে আম যাচ্ছে ঢাকায়।

আজ সন্ধ্যা সোয়া ৬টায় রাজশাহী স্টেশনে রাজশাহী ঢাকা রুটে ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেনের উদ্বোধন করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এর আগে বিকেল চারটার সময় রহনপুর থেকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর সেটি আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ঢাকার উদ্দেশ্যে আম নিয়ে যাত্রা করে। ট্রেনটির উদ্বোধন করার সময় জেলা প্রশাসক হামিদুল হক, পশ্চিম রেলওয়ের জিএম মিহির কান্তি গুহ উপস্থিত ছিলেন ।

চাপাইনবাবগঞ্জ- রাজশাহী – ঢাকা রুটে পন্যবাহী নতুন একজোড়া ট্রেন প্রতিদিন যাতায়াত করবে। স্টেশন ভেদে ভাড়া হবে প্রতি কেজি ১ টাকা ১০ পয়সা থেকে ১ টাকা ৩০ পয়সা ।

আজ উদ্বোধনী দিনে ১ হাজার ৬শ কেজি আম ও কয়েক কার্টুন লিচু নিয়ে ঢাকার উদ্দেশ্যে “ম্যানগো স্পোশাল ট্রেন টি ছেড়ে যায়।

এই ট্রেনের ৫টি বগিতে প্রায় ২ লাখ কেজি কৃষিপণ্য পরিবহন করা যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...