আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

মামলার বাদীকে হত্যার হুমকি, জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের কচুয়ার খামারে গাছের বাগান কর্তন করে প্রতিপক্ষরা। এঘটনায় থানায় বাদী হয়ে মামলা করেন গাছ বাগানের মালিক ওই গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র মোঃ হিরু মিয়া।

তবে মামলা করার কারনে বিপাকে পরেছেন বাদী পরিবার। আসামীরা মোঃ হিরু মিয়াকে নানান ধরনের আর্থিক ক্ষতিসহ খুন জখমের হুমকি দিয়ে আসছেন । এদিকে এঘটনায় প্রতিকার চেয়ে মোঃ হিরু মিয়া আজ (বুধবার) তার নিজ বাড়ীতে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ হিরু মিয়া বলেন, দীর্ঘদিন থেকে জমিজমা জের ধরে আমার প্রতিপক্ষ একই ইউনিয়নের কচুয়ার খামার গ্রামের মৃত আঃ গফুর মিয়ার পুত্র মোঃ ওয়াসিম মিয়া গংদের সাথে মনোমালিন্য চলে আসাকালে গত ৩ জুন ২০২০ তারিখে আসামীরা বেআইনীভাবে আমার বসতবাড়ীতে অনধিকার পূর্বক প্রবেশ করে আমার পরিবারের লোকজনকে মারপিট শ্লীলতাহানি ঘটায়। এর এক পর্যায়ে বিপুল সংখ্যক আমসহ গাছ ও সুপারীর গাছ কেটে ফেলে। এছাড়াও আসামীরা স্বর্ন অলংকার ছিনিয়ে নেয়।

এ ঘটনায় মোঃ হিরু মিয়া বাদী হয়ে মোঃ ওয়াসিমসহ ৪ জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১০/৩৩৫।

এদিকে মামলা করার পর থেকেই আসামীরা বাদীসহ তার পরিবারের সদস্যদেরকে মারপিট, হত্যা ও আর্থিক ক্ষতি করবে বলে হুমকি দিয়ে আসছেন বলে সংবাদ সম্মেলনে জানান ।

আসামীরা মামলা তুলে নেওয়া জন্যে বাদীকে চাপ প্রয়োগ করে আসছে। মামলা তুলে না নিলে তাদের বসতবাড়ীতে আবারও হামলা করবে বলেও হুমকি দিচ্ছে।

মোঃ হিরু মিয়ার বিমাতা মোছাঃ মাকছুদা বেগম লিখিত বক্তব্যে বলেন, আমরা প্রশাসনের কাছে আমাদের জীবনের নিরাপত্তা চাচ্ছি। ওয়াসিমরা মামলার আসামী হয়েও এখনও ধরাছোঁয়ার বাহিরে থাকায় তারা বিভিন্ন ক্ষতি সাধনের হুমকি দিচ্ছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে আশা করছি দ্রুত সময়ের মধ্যে আসামীদেরকে গ্রেফতার করতে হবে।
সংবাদ সম্মলনে আরো উপস্থিত ছিলেন মোঃ হুমায়ন মিয়া, মোছাঃ হাসিনা বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...