আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

 বাষ্ট্রীয় ও  সামাজিক সুবিধা বঞ্চিত প্রতিবন্ধি আলমগীর 

বিশেষ প্রতিবেদক: গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মওয়াগাড়ী  গ্রামের  হতদরিদ্র মিজানুর রহমানের পুত্র আলমগীর (১৬) শৈশব কাল থেকেই তার দুটি পা নেই।
ছোটবেলা  থেকেই দু হাতে হাতে ভর করে চলা ফেরা করে প্রতিবন্ধি আলমগীর।  পিতা মাতা দরিদ্রতার কারনে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। অভাব অনটনের সংসারে দাদা দাদীর নিকট বেড়ে ওঠা আলমগীর পড়াশুনা করতে পারে নাই।
এমতবস্থায়ত ২০১৬ সালে জেলা সমাজ সেবা কার্যালয় থেকে  প্রতিবন্ধী পরিচয়পত্র  গ্রহন করে আলমগীর। ৫ বছর আগে করা প্রতিবন্ধীর রেজি: কার্ড থাকলেও এই হতভাগ্য প্রতিবন্ধির ভাগ্যে জোটেনি একটি হুইল চেয়ার  কিংবা  প্রতিবন্ধি ভাতার কার্ড ।
এবিষয়ে ওয়ার্ডের ইউ,পি সদস্য ইউনুস আলীর সাথে কথা বললে সে জানায় আলমগীর প্রতিবন্ধী ভাতা পাওয়ার যোগ্য !তাকে আমি চিনি কিন্তু আমরা মেম্বাররা বছরে ১ টা করে প্রতিবন্ধী ভাতার কার্ড ভাগে পাই! সেটা কাকে দেই আর কাকে না দেই। তা ছাড়া আলমগীর আমার কাছে না এসে উচ্চ মহলে যোগাযোগ করার কারনে তার কাজটা করতে দেরি হচ্ছে।
এই হত দরিদ্র পরিবারের সস্তান আলমগীর অতি কষ্টে হাত দিয়ে হেটে চলা ফেরা করে কোন রকমে মানবেতর জীবিকা নির্বাহ করছেন বলে জানায় গ্রামবাসী।
 বিষয়টির যথাযথ গুরুত্বারোপ করে প্রতিবন্ধি আলমগীরকে একটি হুইল চেয়ার ও প্রতিবন্ধি ভাতা প্রদানের জন্য জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের  হস্তক্ষেপ কামনা করেছেন সুধী সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...