ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি’র সহধর্মিনী মরহুমা আনোয়ারা রাব্বীর আত্মার মাগফেরাত কামনা করে কোরান তেলোয়াত, দো’য়া ও স্বরন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ই জুন) বাদ জুম্মা উপজেলার গুনভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কক্ষে উড়িয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে সামাজিক দুরত্ব বজায় রেখে কোরান তেলোয়াত, দো’য়া মাহফিল ও স্বরন সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে স্বরন সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ.টি.এম রাশেদুজ্জামান রোকন, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হোসেন ফুলমিয়া, সাধারণ সম্পাদক শামছুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আজম গামা, উদাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহদী মাসুদ পলাশ, গুনভরি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মতলুবুর রহমান (বুলু), সমাজ সেবক মোসলেম উদ্দিন মাসুম, কঞ্চিপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সঞ্জু সরকার, উড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মরহুমা আনোয়ারা রাব্বির রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।
Leave a Reply