আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

বান্দরবন প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তপথে পাচারের সময় লক্ষাধিক পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার’রাতে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বান্দরবান জেলার ঘুমধুম ইউনিয়নের শালবাগান এলাকার মিয়ানমার সীমান্তপথে মাদকদ্রব্য পাচারকারী চক্র ইয়াবা পাচার করছে খবরের ভিত্তিতে অভিযান চালায় বাংলাদেশ সীমারক্ষী বাহিনী বর্ডার গার্ড বিজিবি। এসময় ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ১২টি প্লাস্টিক প্যাকেটে মোড়ানো অবস্থায় ১ লাখ ২০ হাজার পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পাচারকারী চক্র পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
বিজিবি ৩৪ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, ঘুমধুম রেজু আমতলী বিজিবি ক্যাম্পের আওতাধীন শালবাগান এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচার করছিল মাদক পাচারকারী। খবর পেয়ে টহল দল পলিথিনে মোড়ানো অবস্থায় এক লাখ ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...