আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

নাসিমকে নিয়ে কুটুক্তি ॥ রাবি শিক্ষক জাহিদুর গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিম সম্পর্কে ফেসবুকে ‘কটূক্তি’র অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী লীগ পন্থী শিক্ষক শিক্ষক কাজী জাহিদুর রহমানকে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ।

অ্যাডভোকেট তাপস কুমার সাহা দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টারের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কাজী জাহিদুর রহমান রাবির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক। আজ জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।

রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার গোলাম কুদ্দুস জানান, মোহাম্মদ নাসিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় অভিযোগ আনা হয়েছে। রাজশাহী নগরীর সাগরপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট তাপস কুমার সাহা বাদী হয়ে বুধবার রাত সাড়ে ৯টার দিকে মতিহার থানায় মামলাটি দায়ের করেন।

শিক্ষক কাজী জাহিদুর নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। মোহাম্মদ নাসিম অসুস্থ হওয়ার পর কাজী জাহিদুর তার ফেসবুক নাসিমকে ইঙ্গিত করে স্বাস্থ্যখাত নিয়ে কয়েকটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে দেশের স্বাস্থ্যখাতের নানা অনিয়মের কথা উল্লেখ করেন। মোহাম্মদ নাসিম মারা যাওয়ার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে একই ধরণের অভিযোগে গ্রেফতারের পর কাজী জাহিদুর রহমানের স্ট্যাটাসগুলো সামনে আসে। তার শাস্তির দাবি জানান ছাত্রলীগ নেতাকর্মী ও আওয়ামীপন্থী শিক্ষকরা। তার ফেসবুক স্ট্যাটাসের জেরে গত ১৬জুন নড়াইল জেলা আওয়ামী লীগের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...