বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কমিউনিটি ক্লিনিকের জানালার গ্রিল ভেঙ্গে চুরি

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধা ফুলছড়ির কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে।

ঈদ পরবর্তী ছুটি শেষে আজ ১৫ জুন র‌বিবার ক্লিনিকে আসে কর্তব্যরত সিএইচসি‌পি পল্লব বিন হা‌বিব তিনি জানান সকাল ৯ ঘ‌টিকা ক্লি‌নি‌কের তালা খুলে ভেতরে প্রবেশ করার পর তিনি বুঝতে পারেন ভিতরে কোন দুর্ঘটনা ঘটেছে পরে একে একে বিভিন্ন ক‌ক্ষে প্রবেশ করার পর দেখতে পান জানালার গ্রিল ভেঙ্গে চোর ভিতরে প্রবেশ করে চু‌রি ক‌রে নিয়ে গেছে সিলিং ফ্যান, আইপিএস এর ব্যাটারি,একটি চার্জার ফ্যান ,পানি উত্তোলনের পাম্প সহ বিভিন্ন ওষুধ।

কোঃঅফ সদস‌্য মিল্লাত যানান দীর্ঘ ছুটির কারণে চুরির ঘটনাটি ঘটেছে ত‌বে আমরা চোর খু‌জে বের করারে চেস্টা কর‌ছি ।

‎ক্লিনিক সভাপ‌তি ৩ নং ওয়ার্ড মেম্বার মিঠু‌মিয়া জানান এরকম চুরির ঘটনা এই এলাকার বিভিন্ন সময়ে ঘটে আসতেছে, সরকারি ক্লিনিকের এরকম ঘটনা ঘটায় তীব্র নিন্দা জানাচ্ছি সেই সাথে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধারের জন্য থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

কমিউনিটি ক্লিনিকের জানালার গ্রিল ভেঙ্গে চুরি

প্রকাশের সময়: ০৭:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধা ফুলছড়ির কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে।

ঈদ পরবর্তী ছুটি শেষে আজ ১৫ জুন র‌বিবার ক্লিনিকে আসে কর্তব্যরত সিএইচসি‌পি পল্লব বিন হা‌বিব তিনি জানান সকাল ৯ ঘ‌টিকা ক্লি‌নি‌কের তালা খুলে ভেতরে প্রবেশ করার পর তিনি বুঝতে পারেন ভিতরে কোন দুর্ঘটনা ঘটেছে পরে একে একে বিভিন্ন ক‌ক্ষে প্রবেশ করার পর দেখতে পান জানালার গ্রিল ভেঙ্গে চোর ভিতরে প্রবেশ করে চু‌রি ক‌রে নিয়ে গেছে সিলিং ফ্যান, আইপিএস এর ব্যাটারি,একটি চার্জার ফ্যান ,পানি উত্তোলনের পাম্প সহ বিভিন্ন ওষুধ।

কোঃঅফ সদস‌্য মিল্লাত যানান দীর্ঘ ছুটির কারণে চুরির ঘটনাটি ঘটেছে ত‌বে আমরা চোর খু‌জে বের করারে চেস্টা কর‌ছি ।

‎ক্লিনিক সভাপ‌তি ৩ নং ওয়ার্ড মেম্বার মিঠু‌মিয়া জানান এরকম চুরির ঘটনা এই এলাকার বিভিন্ন সময়ে ঘটে আসতেছে, সরকারি ক্লিনিকের এরকম ঘটনা ঘটায় তীব্র নিন্দা জানাচ্ছি সেই সাথে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধারের জন্য থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।