ডেক্স নিউজ : রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণে আহত রিয়াজের কবজি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অস্ত্রোপচার করে কেটে ফেলা হয়েছে। তার বাম হাতের কবজি বিস্ফোরণে ক্ষতবিক্ষত হয়। তার অবস্থা এখনো আশঙ্কাজনক। বুধবার (২৯ জুলাই) ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন এ তথ্য জানান।
ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় আহত ৫ জন হাসপাতালে এসেছিল। এর মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। একজনকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তা রুমি ও সিভিল রিয়াজকে ভর্তি রাখা হয়েছে। রিয়াজের বাম হাতের কবজি কেটে ফেলা হয়েছে। এছাড়া তার ডান হাতের একটি আঙুল ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটিও রাখা যায়নি। তার পেটে বড় ধরনের ইনজুরি আছে। আর পুলিশ কর্মকর্তা রুমির পায়ে ও হাতে ইনজুরি আছে। তিনি বলেন, তারা সবাই স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) ওয়ালিদ হোসেন জানান, আহত রিয়াজ পল্লবী থানায় সিভিল হিসেবে কাজ করত।
Leave a Reply