আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

মেট্ররেলের ১০ টি বগি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বানিজ্যিক জাহাজ এমভি হরিজন

মোংলা প্রতিনিধিঃ মেট্ররেলের আরো ১০টি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে ভিড়ছে পানামা পতাকাবাহি বানিজ্যিক জাহাজ এমভি হরিজন নয়। গেল ২ জুলাই জাপানের কোভে বন্দর থেকে ছেড়ে আসা ওই বানিজ্যিক জাহাজটি আজ মঙ্গলবার(২০ জুলাই) বিকালে মোংলা বন্দরে পৌছায়।

জানাযায়,মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে পন্য খালাসের জন্য মঙ্গলবার(২০জুলাই)অবস্থান নিয়েছে মেট্ররেলের মালামাল বহনকারী জাহাজটি। তবে ঈদের পর কাস্টমস্ এর সকল কার্যক্রম শেষে পন্য খালাস শুরু হবে বলে জানিয়েছেন জাহা্জটির সিএন্ডএফ এজেন্ট। পন্য খালাস শেষে নদী পথে নেয়া হবে ঢাকার দিয়া বাড়ী এলাকায় মেট্ররেলের জন্য নির্মিত ডিপোতে। বন্দর কতৃপক্ষের হারবার মাষ্টার কমার্ন্ডার শেখ ফখর উদ্দিন জানান, এর আগে গত ৩১ মার্চ এমভি এসপি এন ব্যাংকক ৬ টি এবং ৫ মে এমভি ওশান গ্রেস নামক বানিজ্যিক জাহাজে করে আরো ৬ টি বগি দুই দফায় ১২টি বগি ও অন্যান্য যন্তাংশ মোংলা বন্দরে খালাস করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...