আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

বিশ্ব বাঘ দিবস পালন করেছে মোংলাবাসি

মোংলা প্রতিনিধিঃ বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষা করতে হবে। বাঘ বাঁচলে যেমন সুন্দরবন বাঁচবে, ঠিক তেমনি সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে। চোরাকারবারি সিন্ডিকেট এবং মুনাফালোভী ব্যবসা-বানিজ্য’র কারনে পরিকাল্পিত ভাবে বাঘ হত্যা এবং সুন্দরবনকে ধ্বংস করা হচ্ছে।

২০১০ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বাঘ শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত ছিলো ২০২২ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুন করতে হবে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা ব্যর্থ হচ্ছি। বাঘ ও সুন্দরবন বিনাশী সকল কর্মকান্ডের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হতে হবে।

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ২৯ জুলাই বৃহস্পতিবার সকালে মোংলায় প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সুন্দরবন সাংবাদিক ফোরাম, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে আলোচনা সভা, মানববন্ধন এবং বিকেলে ”বাঘ দিবসে বাঘের গল্প” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

আজ সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাব চত্বরে বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষার দাবীতে মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর মোংলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ।

এর পর সকাল ১১টায় মোংলা প্রেসক্লাব মিলনায়তনে ”বাঘ বাঁচাও, সুন্দরবন বাঁচাও” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক আহসান হাবীব হাসান। আলোচনা সভায় বক্তব্য রাখেন মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সুন্দরবন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবু হোসাইন সুমন। আলোচনা সভা পরিচালনা করেন বাপা নেতা পশুর রিভার ওয়াটারকিপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...