
বিশেষ প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব এ.এফ. হাসান আরিফ এঁর প্রয়াণে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজি রেজাউল হোসেন ও মহাসচিব এ্যাড. ইয়ারুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এক শোক বার্তায় তারা জানান, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনগর্ঠনে তার কর্মতৎপরতা ও চিন্তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি সাধিত হলো।
এছাড়াও তিনি ২০০৮ সালের জানুয়ারী হতে ২০০৯ সালের জানুয়ারী পর্যন্ত তৎকালীন তত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালের অক্টোবর হতে ২০০৫ সালের এপ্রিল মাস পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
জনাব এ.এফ. হাসান আরিফ ১৯৪১ সালের ১০ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালের তিনি কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ১৯৭০ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তান হাইকোর্ট এর আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং আইন পেশায় আত্মনিয়োগ করেন।