
বিশেষ প্রতিনিধি: বিএনপিকে কমার্শিয়াল দল বলে মন্তব্য করায় বিএনপি নেতা কর্মীদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
সম্প্রতি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের এমন একটি অডিও রেকর্ড ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে আব্দুস সামাদকে বলতে শোনা যায় বিএনপি একটি কমার্শিয়াল দল যে দল টাকার কাছে হেরে যায়। ভাইরাল হওয়া এমন বক্তব্য বর্তমানে টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।
স্থানীয় নেতা কর্মীদের ধারনা কিছু দিন আগে উপজেলা মহিলা দলের কমিটি গঠনকে কেন্দ্র করে আব্দুস সামাদ মন্ডল একটি পক্ষের সাথে কথা বলার সময় এমন মন্তব্য করেন।
এবং মহিলাদলের সেই নেত্রী চাদনি ফ্যসিস্ট আওয়ামি সরকারের সময়ে মনোনয়ন ও চেয়েছিলেন এমনকি কেন্দ্রীয় নেতাদের সাথে ব্যক্তিগত সখ্যতা থাকার কারনেও ধরাকে সড়া জ্ঞান করে বিভিন্ন দপ্তরেও প্রভাব খাটিয়ে বনে গেছেন আঙ্গুল ফুলে কলাগাছ। সেই আলোচিত সমালোচিত নেত্রীকেই আবার বিশেষ সখ্যতা কিংবা অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে পলাশবাড়ি উপজেলা মহিলা দলের সভাপতির দায়িত্ব দেয়া হয়েছিল। যদিও নেতা কর্মিদের তোপের মুখে পরে সেই কমিটি স্থগিত করা হয়। এবং ধারনা করা হয় এই কমিটিতে ঐ বির্তকিত নেত্রী কে পদ দেয়ার জন্যই এমন কথোপকথন হয়।
বিষয়টি নিয়ে পৌর বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আবুল কালাম আজদ জানান, এ দল কিংবা পদ টাকা দিয়ে কেনা অসম্ভব,তবে ওনার বক্তব্যটি দু:খ জনক,আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি জেলা ও কেন্দ্রীয় নেতাদের নিকট সুষ্ট তদন্তের মাধ্যমে তার শাস্তির দাবি জানাচ্ছি।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহআলম সরকার দু:খ প্রকাশ করে বলেন সামাদ মন্ডলের এমন বক্তব্য দু:খ জনক, এটা দলের জন্য ক্ষতিকারক।
অপরদিকে, আব্দুস সামাদ মন্ডলের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন আমার রাজনৈতিক প্রতিপক্ষ ইর্ষান্বিত হয়ে এমনটা করেছে।
এছারাও বিভিন্ন স্তরের নেতাকর্মির সাথে কথা বললে তারাও দু:খ প্রকাশ করে বলেন এটা অনেক বড় অন্যায়, বিএনপির মত দলের দায়িত্বশীল পদে থেকে এমন বাজে মন্তব্য করা ঠিক না।
আবার সামদ মন্ডলের পক্ষের নেতা কর্মিরা বলছেন এটি সাজানো ঘটনা এবং সামাদ মন্ডলে রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করতে একটি পক্ষ অপ চেষ্টা করে যাচ্ছেন।
গাইবান্ধা জেলা বিএন পির সাধারন সম্পাদক মাহামুদুন্নবি টিটুল বলেন,বিষয়টি অত্যন্ত হীন মানষিকতার পরিচয় দিয়েছেন এটা মেনে নেয়ার মত বিষয় নয়। আমরা তার বিরুদ্ধে অতিদ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
সাংগঠনিক পর্যায়ে ব্যবস্থা নেয়ার কথা হলেও এখন পর্যন্ত কোন তদন্ত কমিটি কিংবা ব্যবস্থা গ্রহন না করায় ক্ষুদ্ধ নেতা কর্মিরা।