সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

 প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি না পেড়িয়েই  পত্রিকার সম্পাদক

বিশেষ প্রতিনিধি : পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তরে  চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। সাংবাদিকতার পরিচয়কে ঢাল হিসাবে ব্যবহার করে গোটা জেলা চষে বেড়াচ্ছেন জিল্লু রহমান নামে এক যুবক।

তিনি নিজেকে দৈনিক প্রতিদিনের তালাশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বলে পরিচয় দেন সকল দপ্তর সহ সব খানে।

অনুসন্ধান ও সূত্রে জানা যায়,পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়নের বালাবামুনিয়া বাবাজীপাড়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আমিরুল ইসলামের  এই পুত্র জিল্লু রহমান। উক্ত সম্পাদক স্থানীয় একটি ব্র্যাক স্কুল থেকে ৫ম শ্রেণী পাশ করে  আর কখনও পাড়ায় নি স্কুলের বারান্দাও। এর পর হঠাৎ করেই  বনে যান   একটি অনলাইন নিউজ পোর্টাল এর প্রকাশক ও সম্পাদক।

সরকারি নীতিমালা অনুযায়ী নিউজ পোর্টালসহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হতে গেলে নুন্যতম শিক্ষাগত যোগ্যতা লাগে  গ্রাজুয়েশন।

এসব সকল নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজে নিজেই বনে গেছেন সম্পাদক।

এলাকা বাসী  জানায় সাংবাদিক  সমাজের দর্পন,সমাজের আয়না তাদের মাধ্যমে অনিয়ম হবে নির্মুল। কিন্তু তারা যদি এমন গন্ডমুর্খ হয়ে  বিভিন্ন অনিয়মের সাথে জড়ায়ে পরে তবে সমাজের অবক্ষয় ছাড়া কি আশা করা সম্ভব।

নামপ্রকাশ্যে অনিচ্ছুক অনেকে বলেন ভাবতে অবাক লাগে  দারকের  এই গন্ডমুর্খ বেটা  এখন সাংবাদিক।
ক, দিন আগেই ওর  অটোতে চড়ে গাইবান্ধায় গেলাম আর এখন তাই সাংবাদিক।

নেই কোন যোগ্যতা নেই কোন সাটিফিকেট এখন দেখি ঘাড়ে ব্যাগ,হাতে ঘড়ি,পায়ে_সু,চোখে চশমা, পড়ে রাজা বাবুর মত ঘুরে বেড়ান জেলা উপজেলা জুড়ে। তারা আরোও জানান তার পদ-চারনায় এলাকায় বেড়েছে জুয়া ও মাদক।

আরো জানা যায় বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন এই জিল্লু রহমান। জিল্লুরে মত আরো অনেকে রয়েছে গোটা জেলায়।

( তাদের আত্য পাত্য নিয়ে আমরা আসছি আগামি পর্বে)

জনপ্রিয়

বছরের প্রথম কাল বৈশাখী ঝড়ে লন্ড ভন্ড কুড়িগ্রাম

 প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি না পেড়িয়েই  পত্রিকার সম্পাদক

প্রকাশের সময়: ০৬:৪৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

বিশেষ প্রতিনিধি : পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তরে  চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। সাংবাদিকতার পরিচয়কে ঢাল হিসাবে ব্যবহার করে গোটা জেলা চষে বেড়াচ্ছেন জিল্লু রহমান নামে এক যুবক।

তিনি নিজেকে দৈনিক প্রতিদিনের তালাশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বলে পরিচয় দেন সকল দপ্তর সহ সব খানে।

অনুসন্ধান ও সূত্রে জানা যায়,পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়নের বালাবামুনিয়া বাবাজীপাড়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আমিরুল ইসলামের  এই পুত্র জিল্লু রহমান। উক্ত সম্পাদক স্থানীয় একটি ব্র্যাক স্কুল থেকে ৫ম শ্রেণী পাশ করে  আর কখনও পাড়ায় নি স্কুলের বারান্দাও। এর পর হঠাৎ করেই  বনে যান   একটি অনলাইন নিউজ পোর্টাল এর প্রকাশক ও সম্পাদক।

সরকারি নীতিমালা অনুযায়ী নিউজ পোর্টালসহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হতে গেলে নুন্যতম শিক্ষাগত যোগ্যতা লাগে  গ্রাজুয়েশন।

এসব সকল নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজে নিজেই বনে গেছেন সম্পাদক।

এলাকা বাসী  জানায় সাংবাদিক  সমাজের দর্পন,সমাজের আয়না তাদের মাধ্যমে অনিয়ম হবে নির্মুল। কিন্তু তারা যদি এমন গন্ডমুর্খ হয়ে  বিভিন্ন অনিয়মের সাথে জড়ায়ে পরে তবে সমাজের অবক্ষয় ছাড়া কি আশা করা সম্ভব।

নামপ্রকাশ্যে অনিচ্ছুক অনেকে বলেন ভাবতে অবাক লাগে  দারকের  এই গন্ডমুর্খ বেটা  এখন সাংবাদিক।
ক, দিন আগেই ওর  অটোতে চড়ে গাইবান্ধায় গেলাম আর এখন তাই সাংবাদিক।

নেই কোন যোগ্যতা নেই কোন সাটিফিকেট এখন দেখি ঘাড়ে ব্যাগ,হাতে ঘড়ি,পায়ে_সু,চোখে চশমা, পড়ে রাজা বাবুর মত ঘুরে বেড়ান জেলা উপজেলা জুড়ে। তারা আরোও জানান তার পদ-চারনায় এলাকায় বেড়েছে জুয়া ও মাদক।

আরো জানা যায় বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন এই জিল্লু রহমান। জিল্লুরে মত আরো অনেকে রয়েছে গোটা জেলায়।

( তাদের আত্য পাত্য নিয়ে আমরা আসছি আগামি পর্বে)