আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ ইং

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পেলেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল

সাহসিকতার সঙ্গে অপরাধ দমন এবং কর্মক্ষেত্রে যথাযথ ভাবে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরুপ ফের প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম, বার) পেলেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন। তিনি গোপালগঞ্জ জেলায় কর্মরত রয়েছেন। দক্ষ ও বিচক্ষণ এই কর্মকর্তা নেত্রকোনার সদর সার্কেল অফিসার থাকা কালে একবার পিপিএম মেডেল অর্জন করেন। রোববার সকালে পুলিশ সপ্তাহে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি পদক নেন।

ছানোয়ার হোসেন দীর্ঘ দিন ধরে চলা রক্তক্ষয়ী গ্রাম্য বিরোধ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করে আইন শৃঙ্খলার উন্নতি করণে ভূমিকা রাখছেন। অপরাধীর কাছে ছানোয়ার হোসেন আতঙ্কের নাম হলেও সাধারণ মানুষ তার কাছে সহায়তা পেতে ছুটে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...